বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫

বই পরিচিতি : শবে বরাত


শবে বরাত By মোহাম্মদ নজমুল হুদা খান

লেখক : মোহাম্মদ নজমুল হুদা খান
প্রকাশক :  সয়লাব প্রকাশন, ঢাকা
প্রকাশকাল : সেপ্টেম্বর ২০১৩ ঈসায়ী
মূল্য : ৯৫/- (পঁচানব্বই টাকা মাত্র)

শবে বরাত এক বরকতময় ও ফযীলতপূর্ণ রাত। ইসলামের প্রাথমিক কাল থেকে অদ্যাবধি এ রাত মুসলিম উম্মাহর নিকট বৈশিষ্ট্যময় রাত হিসেবে স্বীকৃত। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সময়ে কিছু লোক কেবল সহীহ হাদীসের দোহাই তোলে এবং উলামা-মুহাদ্দিসীন ও সলফে সালিহীনের বক্তব্যের মর্ম অনুধাবনে ব্যর্থ হয়ে শবে বরাতের ফযীলত অস্বীকারে মরিয়া হয়ে উঠেছে। এ ক্ষেত্রে তারা নিজস্ব বিবেচনায় সহীহ ও হাসান স্তরের বিভিন্ন হাদীসকে যঈফ এমনকি মাওযূ বলতেও দ্বিধাবোধ করছে না। নানা ধরনের বইপত্র রচনা ও প্রকাশ করে এবং পত্র-পত্রিকায় প্রবন্ধ-নিবন্ধের মাধ্যমে শবে বরাত সম্পর্কে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ সকল অপপ্রচারের জবাবে বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান কৃত ‘শবে বরাত’ একটি প্রামাণ্য গ্রন্থ। এতে শবে বরাতের ফযীলত ও আমল সম্পর্কে তাফসীর, হাদীস ও ফিকহের গ্রন্থাদিতে উল্লেখিত অনেক বর্ণনা সন্নিবেশিত হয়েছে। বর্তমান সময়ে আহলে হাদীস নামধারী লা-মাযহাবীরা শবে বরাতের কোনো ভিত্তি নেই বলে অপপ্রচার চালায়। তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে লেখক তাদের অনুসরণীয় ব্যক্তিত্ব শায়খ ইবনে তায়মিয়া, আব্দুর রাহমান মুবারকপুরী, নাসির উদ্দিন আলবানী প্রমুখের অভিমত এতে গুরুত্বের সাথে তুলে ধরেছেন। বইটি পাঁচটি অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায় শা’বান মাসের ফযীলত, দ্বিতীয়  অধ্যায় শবে বরাতের ফযীলত, তৃতীয় অধ্যায় তাফসীর গ্রন্থসমূহে শবে বরাত, চতুর্থ অধ্যায় শবে বরাত সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ, এতে বর্ণিত হাদীসসমূহের সনদের পর্যালোচনাও রয়েছে, এবং পঞ্চম অধ্যায় শবে বরাত সম্পর্কে কিছু বিভ্রান্তি ও এর জবাব। লেখক এধ্যায়ে চারটি বিভ্রান্তির বিষয়ে আলোকপাত করেছেন। যেমন- প্রথম বিভ্রান্তি : কুরআন ও হাদীসে শবে বরাতের উল্লেখ নেই, দ্বিতীয় বিভ্রান্তি : শবে বরাত সম্পর্কে কোনো সহীহ হাদীস নেই, তৃতীয় বিভ্রান্তি : শবে বরাতকে ভাগ্য রজনী বলা যাবে না এবং চতুর্থ বিভ্রান্তি : শবে বরাতের প্রচলন রাসূলুল্লাহ (সা.)-এর যুগে হয়নি। বর্ণিত শিরোনামে লেখক এ সকল বিভ্রান্তির যথাযথ জবাব দিয়েছেন। কলেবর ছোট হলেও এ গ্রন্থটি অত্যন্ত নির্ভরযোগ্য ও প্রমাণসমৃদ্ধ। আমরা এ গ্রন্থের বহুল প্রচার কামনা করছি।
- মোহাম্মদ আলী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন