সংবাদ পরিক্রমা

আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত
মাওলানা হুছামুদ্দীন চৌধুরী সভাপতি ও
এ কে এম মনোওর আলী মহাসচিব পুন: নির্বাচিত


উপমহাদেশের প্রখ্যাত ওলী, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর প্রতিষ্ঠিত গণমানুষের সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র ২০১৫-২০১৮ইং সেশনের কেন্দ্রীয় কাউন্সিল গতকাল (১৬.০৪.২০১৫) বৃহস্পতিবার সংগঠনের সোবহানীঘাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহ’র স্থায়ী কমিটির সদস্য শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান। তিনি বলেন, ইসলাম সকল যুগ ও কালের উপযোগী চিরন্তন জীবন আদর্শ। যুগের চাহিদার আলোকে ইসলামের প্রকৃত আদর্শকে সমাজে তুলে ধরতে আমাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলীর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী ও মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য হাফিজ মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা আকমল আলী, অধ্যক্ষ মাওলানা হবিবুর রহমান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব। এতে সংগঠনের ত্রৈবার্ষিক প্রতিবেদন পেশ করেন অধ্যক্ষ মাওলানা এ.কে.এম. মনোওর আলী, স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ ও আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন মাওলানা নজমুল হুদা খান।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে সভাপতি, অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলীকে মহাসচিব, মাওলানা আহমদ হাসান চৌধুরীকে যুগ্ম মহাসচিব ও মাওলানা মঈনুল ইসলাম পারভেজকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, মাওলানা আবূ নছর জিহাদী, মাওলানা শামসুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আলিম, মাওলানা শরীফ উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা অধ্যক্ষ জ.উ.ম. আব্দুল মুনঈম, সহ-প্রচার সম্পাদক মাওলানা কাজী হাসান আলী, অর্থ সম্পাদক মাওলানা কুতবুল আলম, প্রশিক্ষণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবূ জাফর মুহাম্মদ নুমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ বেতকোণী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, পাঠাগার সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, অধ্যক্ষ মাওলানা আব্দুল আলীম, মোঃ আলমগীর হোসেন, মাওলানা আব্দুল মোছাব্বির, মাওলানা ছালিক আহমদ, সৈয়দ আফজাল হোসেন সায়েম, মাওলানা গুফরান আহমদ চৌধুরী, মাওলানা আবূ তাহির খালিদ, আলহাজ শাহজাহান মিয়া, সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা আবূ তাহির হোসাইন, মাওলানা মুজিবুর রহমান মাদানী, মাস্টার আহমদ আলী, সৈয়দ নূর মোহাম্মদ, মাওলানা শুয়াইবুর রহমান, মাওলানা আব্দুন নূর, মাওলানা নুমান আহমদ, মাওলানা আব্দুল আহাদ, হাফিয মাওলানা মনজুর আহমদ, মাওলানা আলী আসগর খান, মাওলানা শেহাব উদ্দিন, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা আজিজুর রহমান, হাফিয মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা কাজী নাসির উদ্দিন, মাওলানা সুলতান আহমদ, হাফিয নজীর আহমদ হেলাল, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা জইন উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম আলফাজ ও মোঃ নুরুল ইসলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন